ঘটনার বিবরণে জানা যায় রাত আনুমানিক ২ টা ৩০ নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এর দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। যুবরাজ দাস বাইরে লোকের আনাগোনা টের পেয়ে দেখতে গেলে চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাস কে বেধড়কভাবে মারধর করে। পরবর্তী সময়ে যুবরাজ দাসের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে আসলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির লোকজন যুবরাজ দাস কে সাব্রুম হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসলে যুবরাজ দাশের শারীরিক অবস্থার অবনতি দেখে সাব্রুম হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালের রেফার করে দেয় পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক তাকে উদয়পুর টেপা নিয়ে হাসপাতালে রেফার করে দেয় উন্নত চিকিৎসার জন্য, বর্তমানে যুবরাজ দাসের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়। উল্লেখ থাকে যে এই এলাকায় প্রতিনিয়ত সীমান্তে বিএসএফের টহলদারি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরের দল সীমান্তের তারকাটা কেটে ভারতে প্রবেশ করে প্রায়োসই বিভিন্ন বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় এবং রাতের আধারে বাড়ির লোকজন বাধা দিলে বাড়ির মালিকের উপরেও আক্রমণ শুরু করে । এই সম্পূর্ণ ঘটনায় বিএসএফ এর নজরদারি এখন প্রশ্নচিহ্নের মুখে।
Attacked by cattle thieves in the cover of night, the homeowner is currently under treatment at Udaipur Tepania Hospital


