শারদোৎসবের আগে খোয়াই জেলায় মদ ও মাদক বিরোধী অভিযানে সক্রিয় পুলিশ

Ahead of the Durga Puja festivities, police in Khowai district are actively carrying out anti-liquor and anti-drug operations.
Ahead of the Durga Puja festivities, police in Khowai district are actively carrying out anti-liquor and anti-drug operations.

নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরা

আসন্ন শারদোৎসবকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ ব্যাপক মদ ও মাদক বিরোধী অভিযানে নেমেছে। প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান চলছে, যেখানে ছোট ছোট ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক অভিযানে খোয়াই জেলার বিভিন্ন থানার পুলিশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। খোয়াই থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে খোয়াই অফিসটিলা এলাকায় বাপি দে (পিতা মৃত গোপাল চন্দ্র দে)-এর কাছ থেকে ১৩ লিটার দেশি মদ উদ্ধার হয়। অন্যদিকে পাইজাবাড়ি এলাকার হরিলাল দেববর্মা (পিতা মৃত সোনামণি দেববর্মা)-এর কাছ থেকে ২৬ লিটার দেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এছাড়া, কল্যাণপুর থানার উদ্যোগে পরিচালিত একটি বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ফরেন লিকার (FL) উদ্ধার হয়েছে। অভিযুক্তকে ত্রিপুরা এক্সসাইজ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। একইভাবে, খোয়াই মহিলা থানা ও বাইজালবাড়ি থানার যৌথ অভিযানে প্রচুর সংখ্যক বিয়ার ক্যান বাজেয়াপ্ত হয় এবং সংশ্লিষ্ট অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

খোয়াই জেলা পুলিশের দাবি, শারদোৎসবকে ঘিরে নেশাজাত দ্রব্যের অবৈধ ব্যবসা যাতে না বাড়ে, সেদিকে নজর রেখেই এই তৎপরতা জোরদার করা হয়েছে।