নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরা
সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল অফিস কাল রাত আনুমানিক ১২.৩০ নাগাদ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করে বলে অভিযোগ করলেন সিপিআই(এম) নেতা কানন দত্ত। তিনি জানান দুস্কৃতীকারীরা পার্টি অফিসের দরজা ভাঙার চেষ্টা করে বিফল হয়। কিন্তু কিছু আসবাব ও চেয়ার ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়। গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে এমন ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআই(এম) নেতা কানন দত্ত।