গভীর রাতে সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল অফিসে ভাঙচুর ও আসবাব নষ্ট, সিপিআই(এম) এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ার বার্তা

Late-night vandalism and destruction of furniture at the CPI(M) Subhas Park Area Office; CPI(M) condemns the incident and calls for protest and resistance
Late-night vandalism and destruction of furniture at the CPI(M) Subhas Park Area Office; CPI(M) condemns the incident and calls for protest and resistance

নিজস্ব সংবাদদাতা, গোপাল সিং, ত্রিপুরা

সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল অফিস কাল রাত আনুমানিক ১২.৩০ নাগাদ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করে বলে অভিযোগ করলেন সিপিআই(এম) নেতা কানন দত্ত। তিনি জানান দুস্কৃতীকারীরা পার্টি অফিসের দরজা ভাঙার চেষ্টা করে বিফল হয়। কিন্তু কিছু আসবাব ও চেয়ার ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়। গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে এমন ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআই(এম) নেতা কানন দত্ত।