রাষ্ট্রীয় ঐক্যের বার্তা ছড়িয়ে খোয়াইয়ে ‘রান ফর ইউনিটি’ পালিত

Spreading the message of national unity, ‘Run for Unity’ was observed in Khowai
Spreading the message of national unity, ‘Run for Unity’ was observed in Khowai

নিজস্ব সংবাদদাতা | গোপাল সিং | ত্রিপুরা

লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয় গোটা দেশজুড়ে। সেই ধারাবাহিকতায় খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় “রান ফর ইউনিটি” বা “ঐক্যের জন্য দৌড়” কর্মসূচি।

এদিন সকালে খোয়াই শহরে অনুষ্ঠিত এই দৌড়ে নেতৃত্ব দেন খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদিত্য দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদিয়ারাসু, খোয়াই জেলার বিভিন্ন থানার আধিকারিকগণ, সুভাষপার্ক ও বাইজালবাড়ী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকগণ এবং বহু পুলিশ কর্মী।

পুলিশ সুপার রাণাদিত্য দাস জানান, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। তাঁর আদর্শকে স্মরণ করে সমাজে ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পথে অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার হাতে নিয়ে ঐক্যের আহ্বান জানান। “রান ফর ইউনিটি” কর্মসূচি ঘিরে খোয়াই জুড়ে সকলের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।