ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা, গ্রেফতার রিংকি দেব্বর্মা ওরফে সুদীপ দেব্বর্মা!

Fake Facebook ID created to defame journalist Pranab Sarkar — Rinki Debbarma alias Sudip Debbarma arrested!
Fake Facebook ID created to defame journalist Pranab Sarkar — Rinki Debbarma alias Sudip Debbarma arrested!

নিজস্ব সংবাদদাতা | গোপাল সিং | ত্রিপুরা

বিশিষ্ট সাংবাদিক ও হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে কুৎসা রটানো এবং অশালীন মন্তব্য করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন রিংকি দেব্বর্মা ওরফে সুদীপ দেব্বর্মা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কয়েকদিন ধরে নিজ পরিচয় গোপন রেখে ‘রিংকি দেব্বর্মা’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করছিলেন। সেই পেজ থেকে সাংবাদিক প্রণব সরকারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করা হচ্ছিল।

ঘটনা প্রকাশ্যে আসতেই প্রণব সরকার লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে উত্তর ঘিলাতলী এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজনের ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যেই একাধিক ভুয়া ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সাংবাদিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এটিকে “মিডিয়া হুমকি দেওয়ার পরিকল্পিত চেষ্টা” বলে অভিহিত করেছেন।