নিজস্ব সংবাদদাতা | গোপাল সিং | ত্রিপুরা
ফেন্সি কিং মান্তুনু সাহার সাম্রাজ্যে ফের তল্লাশি অভিযানে ক্রাইম ব্রাঞ্চ! বিশ্বস্ত সূত্রের খবর, তেলিয়ামুড়া, কল্যানপুর হয়ে খোয়াইতেও হানা দিতে পারে ক্রাইম ব্রাঞ্চ। জনমনে গুঞ্জন, জালে উঠতে পারে নেশা কারবারের মাষ্টারমাইন্ডরা!
ইতিমধ্যে নেশা কারবারীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবেদন ঘিরে এবার আরও সক্রিয় ভূমিকায় ক্রাইম ব্রাঞ্চ। বুধবার সকালে মান্তুনু সাহার পূর্ব চাম্পামুড়াস্থিত বাইপাস রোডের গোডাউন ‘অঞ্জলি ট্রেডার্স এজেন্সি’তে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল।
সূত্রের খবর, জিরানিয়া ফেন্সি কাণ্ডে গ্রেফতার মান্তুর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। এর আগে সোমবার মান্তুর আগরতলা ও তেলিয়ামুড়ার মোট তিনটি ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাত সামগ্রী উদ্ধার হয়েছিল।
তেলিয়ামুড়া অভিযানেই আনুমানিক দুই কোটিরও বেশি টাকার মাদকসামগ্রী মজুত থাকার সংবাদ প্রকাশিত হয়েছিল আমাদের প্রতিবেদনে। তার পরই সক্রিয় হয় ক্রাইম ব্রাঞ্চ, এবং একের পর এক অভিযান শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
বুধবারের অভিযানে কী উদ্ধার হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। তবে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সূত্রে জানা গেছে, তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং মান্তুনু’র নেশা চক্রের বিস্তার কতদূর, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গোডাউনটির সিসিটিভি ফুটেজ, বিভিন্ন কাগজপত্র ইত্যাদি তুলে নিয়ে গেছে ক্রাইম ব্রাঞ্চ।
এদিকে রাজ্যের জনগণও এখন নেশা বিরোধী এই ধারাবাহিক অভিযানে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে।


