নিঃসঙ্গতা কাটাতে ফের সাত পাঁকে বাধা পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। তার সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা। জানা গিয়েছে, ১১ নভেম্বর আইনি বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার সামাজিক বিয়ের পালা।
কিন্তু পাত্রীর আসনে কে? দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের মঞ্জু তিরকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্জুদেবী ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা। জন বার্লা বলেন, “আমি ও আমার পরিবার নিঃসঙ্গতায় ভুগছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া-সহ সব কাজে অসুবিধে হচ্ছিল। দুই পরিবারের সম্মতি নিয়ে আমরা বিয়ে করেছি। ১১ নভেম্বর রেজিস্ট্রি করেছি। খুব তাড়াতাড়ি সামাজিক অনুষ্ঠান করব।” জন বার্লাকে শুভেচ্ছা জানিয়েছেন ডুয়ার্সের রাজনৈতিক নেতারা। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, “শুনেছি উনি বিয়ে করেছেন। ওনাদের নতুন জীবনকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে এটা নেহাতই একজন মানুষের ব্যাক্তিগত সিদ্ধান্তের বিষয় । এই বিষয়ে বেশি কিছু মন্তব্য করা ঠিক নয়।” বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগগা বলেন, “আমিও শুনেছি। কিন্তু এই বিষয়ে তেমন কিছুই জানি না। এটা একজন মানুষের ব্যাক্তিগত সিদ্ধান্তের বিষয়। এই বিষয়ে আমি আর কী মন্তব্য করব! ওনারা ভালো থাকুন।”
উল্লেখ্য, ডুয়ার্সের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ জন বার্লা। ২০১৯ সালে তিনি বিজেপির টিকিটে লড়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ হন। পরে তিনি কেন্দ্রের মন্ত্রীর দায়িত্বও পান। কিন্তু বিজেপি ২০২৪ সালে তাঁকে প্রার্থী করেনি । তারপরই বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।


