পৃথক স্থানে অভিযান চালিয়ে আসাম রাইফেলস এবং কাস্টমস এর কর্মীরা ২৪ কোটি টাকার ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে৷ আমবাসায় শতাব্দি এক্সপ্রেসে দাবিহীন ব্যাগে এবং তেলিয়ামুড়ায় সিমেন্ট বোঝাই লরিতে তল্লাসি চালিয়ে এই ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে আসাম রাইফেলস কতৃপক্ষ৷
বৃহস্পতিবার আসাম রাইফেলসের তরফে প্রচারিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বুধবার আমবাসায় ১২০৯৮ নম্বরের শতাব্দি এক্সপ্রেসে তল্লাসি চালায় আসাম রাইফেলস এবং কাস্টমস এর কর্মীরা৷ সেখানে একটি দাবিহীন ব্যাগে তল্লাসি চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়৷ যার কালোবাজারে মূল্য ১৫ কোটি টাকা৷
অন্যদিকে, বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় টিআর০১এইউ ১৭১০ নম্বরের একটি লরি আটক করে আসাম রাইফেলস এবং কাস্টমস এর কর্মীরা৷ ওই লরিটি শিলং থেকে সিমেন্ট বোঝাই করে আগরতলার দিকে আসছিল৷ ওই লরিতে তল্লাসি চালিয়ে উদ্ধার করা হয় ৯০ হাজার ইয়াবা টেবলেট৷ যার কালোবাজারে মূল্য ৫ কোটি টাকা৷ লরি থেকে উদ্ধার হওয়া ইয়াবা টেবলেটের সাথে বিলোনিয়ার এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ দুটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা সহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে৷