আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক থাকবে দেশজুড়ে। শুক্রবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয়, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পালিত হবে গোটা দেশে। সমস্ত জায়গায় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের দিন বিদেশের সমস্ত দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সকাল সাড়ে ৭টা: সম্ভবত শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। এখনও সরকারিভাবে কংগ্রেসের তরফে কিছু ঘোষণা করা হয়নি।
সকাল ৭টা: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। কালো ব্যান্ড পরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ভারতীয় দল।