Actor Kriti Sanon’s rumored boyfriend’s Delhi appearance sparks wedding speculation.
Actor Kriti Sanon’s rumored boyfriend’s Delhi appearance sparks wedding speculation.

রবিবার দিল্লি বিমানবন্দরে দেখা যায় কৃতী স্যাননকে (Kriti Sanon)। তবে এবার মা-বাবার সঙ্গে দেখা করতে একা নন, নিয়ে এলেন লন্ডনের কোটিপতি প্রেমিককেও। এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা। এদিকে বলিপাড়ার অন্দরে কানাঘুষো, কৃতী নাকি খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

গত বছর থেকেই বলিউড গুঞ্জন, কৃতী স্যানন নাকি প্রেম করছেন। তাও আবার কমবয়সি ছেলের সঙ্গে। জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে কৃতীর বয়সের ফারাক ৯ বছরের। মাঝেমধ্যেই কৃতী এবং তাঁর প্রেমিককে ইতি-উতিও দেখা যাচ্ছে। কাকে মন দিলেন বলিউড অভিনেত্রী? লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমেই একেবারে হাবুডুবু খাচ্ছেন কৃতী স্যানন। এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি মাঝেমধ্যেই লন্ডনে উড়ে যান অভিনেত্রী। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তাঁর পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। মাসখানেক আগেই ভাইরাল হয়েছিল কৃতী-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও। এবার ‘ধূমকেতু’র মতো প্রেমিকের হাত ধরে দিল্লি বিমানবন্দরে দেখা গেল তাঁকে। সেখান থেকেই বিয়ের জল্পনার সূত্রপাত। কারণ কবীর বাহিয়ার মা-বাবাও দিল্লিতেই থাকেন। কানাঘুষো শোনা যাচ্ছে, ২০২৫ সালের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবে জুটি। তার প্রাক্কালেই দিল্লিতে এবার দুই পরিবার পাকা কথা বলবে। যদিও কোনও তরফেই সেই জল্পনায় সিলমোহর বসায়নি!