Indian rupee

১০০১ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এদিকে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ২ বছর ২ দিন মেয়াদের স্থায়ী আমানতে মিলছে ৮.৬৫ শতাংশ হারে সুদ।

এদিকে ১৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। অপরদিকে ৩৬৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮.৫ শতাংশ হারেই সুদ দিচ্ছে জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক।  

এরপর ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৪৪৪ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর গ্রাহকদের ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সেখানে ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপরে ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।  অপরদিকে ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ২ থেকে ৩ বছর মেয়াদের স্থায়ী আমানতের ওপর গ্রাহকদের ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। আর এইইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ১৮ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে আমানতকারীদের।  

এদিকে বর্তমানে ফিক্সড ডিপোজিটের ওপর ৩ থেকে ৬ শতাংশ সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্কও এই একই হারে সুদ দিচ্ছে স্থায়ী আমানতকারীদের। ইয়েস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদ মিলছে ৩.২৫ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত। এসবিআই-তে সুদ মিলছে ৩ থেকে ৫.৭৫ শতাংশ হারে। পিএনবি সেখানে ৩ থেকে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর।