সুরাহা সামাজিক সেবা কেন্দ্র এর পক্ষ থেকে বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উষা বাজার নীলজ্যোতি সেবাশ্রমে শিশুদের কে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন হরলিক্স, দুধ, বিস্কিট,ফ্রুটি,সার্ফ, সাবান ডেটল, ফেনাইল, হারপিক ও অন্যান্য আরো শুকনো মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়এবং সুরাহা সামাজিক সেবা কেন্দ্রের পক্ষ থেকে তিন হাজার টাকার চেক নীল জ্যোতি সেবাশ্রম আশ্রমে শিশুদের জন্য দেওয়া হয় ।
সমাজে যারা দরিদ্র পিছিয়ে পড়া মানুষ তাদের উন্নতির জন্য সূরাহা সামাজিক সেবা কেন্দ্র দীর্ঘ ছয় বছর যাবত একনাগাড়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার দিলীপ কুমার দাস প্রাক্তন বিধায়ক বড়জলা বিধানসভা কেন্দ্রের তাছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তি ।
উপস্থিত ছিলেন সূরাহা সামাজিক কেন্দ্রের সভাপতি, সম্পাদক,সহ-সভাপতি এবং সকল সদস্য ও সমস্যা
সুরাহা সামাজিক সেবা কেন্দ্রের সম্পাদক শ্রী বিশ্বজিৎ কর্মকার উনার একমাত্র ছেলে অভিলাশ কর্মকারের জন্মদিন উপলক্ষে সবাইকে নিয়ে সব বাচ্চাদেরকে নিয়ে শুভ জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় । আগামী দিন সূরাহা সামাজিক সেবা কেন্দ্র স্বাস্থ্য সচেতনতা বৃক্ষরোপণ এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকদের কিভাবে আরো একটু ভালো সুযোগ করে দেওয়া যায় সেই জন্য আরো কিছু কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ।
বিগত দিনে ও সূরাহা সামাজিক সেবা কেন্দ্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে ।
আমরা সুরাহা সামাজিক সেবা কেন্দ্রের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদেরকে এই যে কাজ করার সুযোগ দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।