বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির ফলে বড়সড়ো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ভারতীয় স্টেট ব্যাংক
রামনগর ২নং রোডে স্টেট ব্যাংক RMS ব্রাঞ্চে বৈদ্যুতিক শর্টকাটের থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল এই ব্রাঞ্চটি। তবে সঠিক সময়ে যদি দমকল বাহিনীর কর্মীরা না আসতো , তাহলে গোটা এলাকা ভয়ংকর ক্ষতির সম্মুখীন হত বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মী
অল্পেতে রক্ষা বেলও স্টেট ব্যাংক, এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের প্রায় দশ হাজার টাকা ক্ষতি হয়েছে
বাড়ির মালিক সৌম্যজিত সিংহরায় অভিযোগ করেন, বিদ্যুৎ নিগমের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না।
পাশাপাশি বিদ্যুৎ নিগমের দেওয়া নির্দিষ্ট নম্বরে ফোন করলেও কোন উত্তর আসে না। তিনি প্রশাসনের নিকট আবেদন জানান নাগরিকদের সমস্যাগুলো সমাধানে যেন এগিয়ে আসে।