সমাজের প্রতি তাদের অঙ্গীকারের অংশ হিসাবে, আরোগ্য – দ্যা কমপ্লিট হোমিও হেলথ সলিউশানের উদ্যোগে রবিবার বাধারঘাট স্থিত কালীমাতা সংঘে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়।
১৫ জন শিশু এবং ক্লাবের প্রতিনিধি সহ শতাধিক ব্যক্তি এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুবিধা গ্রহণ করেছেন। বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি, অংশগ্রহণ কারীদের মধ্যে অনেকেই ABHA-এর অধীনে নথিভুক্ত ছিলেন।
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে ৪৯ নং ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ, ক্লাব সেক্রেটারি সুদীপ দে, যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী এবং অন্যান্যরা মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আরোগ্য – দ্যা কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের পক্ষে ডাঃ দীপা দেববর্মা এবং দিবাকর দে অনুষ্ঠানটি পরিলক্ষিত করেন। তাছাড়া উপস্থিত ছিলেন ডাঃ বুলবুল দেবনাথ এবং ডাঃ অজন্তা ঘোষ সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরোগ্যর কর্ণধার দিবাকর দে জানান এখন পর্যন্ত ১২-১৩টা স্বাস্থ্য শিবির করেছেন উনারা, সফল ও হয়েছেন এবং আগামীতে এরকম স্বাস্থ্য শিবির অ্যারও করবেন।
বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ও উৎসাহ ছিল লক্ষণীয়। সংবাদমাধ্যম এর সাথে কথা বলে কর্পোরেটর হরিসাধন দেবনাথ এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সবাইর কাছে আহ্বান রাখেন।