Blood Donation organised by BSF on its raising day
Blood Donation organised by BSF on its raising day

রক্ত দান মানেই মহত দান বা জীবন দান, আর এই রক্ত প্রয়োজনের গুরুত্ব একজন মুমূর্ষ রোগীর পরিবারেই বলতে পারে ।

আজ এই রক্ত দান শিবির কে কেন্দ্র করে সাবরুম মহকুমার শ্রীনগর করিমা টিলা BOP জোয়ান দের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতি বছর পয়লা ডিসেম্বর BSF রাইজিং ডে আর এই রাইজিং ডে উপলক্ষে BSF109 বেটেলিয়ান এর উদ্যোগে শ্রীনগর করিমা টিলা BOP তে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উক্ত মহতী রক্তদান শিবিরের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 109 BSF কোম্পানি কমান্ডেন্ট সুরেশ সিং, কোম্পানির এসিস্ট্যান্ট কমান্ডেন্ট NG khotzi এবং BSF 109 এর কর্মরত ডাক্তার সত্য জিৎ সিং সহ BSF এর অন্যান্য আধিকারিকরা। উদ্বোধক এই রক্তদান শিবিরের শুরুতেই ফিতা কেটে উদ্বোধন করেন। আজ এই মহতী রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করার জন্য বিলোনিয়া মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ ডাক্তার রাহুল রিয়াং সহ অন্যান্য কর্মীরা উপস্থিত হয়েছেন। আজ এই রক্ত দান শিবিরে মোট ৪১জন BSF জোয়ান রক্তদান করেন এদের মধ্যে BSF এর একজন মহিলা সিপাহী ছিলেন। আজ মূলত এই রক্তদান শিবিরটি করা হয় BSF রাইজিং ডে উপলক্ষে। BSF আধিকারিক এর সাথে কথা বলে জানা যায় সীমান্ত এলাকায় নিরাপত্তার বিষয়ে দায়িত্ব পালনের পাশাপাশি প্রত্যেক বছর রাইজিং ডে উপলক্ষে রক্ত দান, স্বাস্থ্য শিবির এবং বিদ্যালয়ের প্রাথমিক স্তরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকে।