চতুর্থ দফার নির্বাচনে গোটা দেশে ভোট পড়ল ৬২.৩০ শতাংশ। সোমবার, ১৩ মে দেশের ৯৬ আসনে হল ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে তেলঙ্গানার ১৭ আসন, অন্ধ্রপ্রদেশের সবকটি অর্থাৎ ২৫ আসন, উত্তরপ্রদেশের ১৩ আসন, বিহারের ৫ আসন, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, পশ্চিমবঙ্গের ৮ ও জম্মু–কাশ্মীরের একটি আসনে।
দেশে বিকেল পাঁচটা অবধি ভোট পড়েছে ৬২.৩০ শতাংশ। পশ্চিমবঙ্গের আট আসনে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু–কাশ্মীরে। সেখানে ভোটের হার মাত্র ৩৫.৭৫ শতাংশ।
বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটদানের হার
বিকাল ৫টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভাবে ৬২.৩০ শতাংশ ভোট পড়েছে।
বিকাল ৫টা পর্যন্ত রাজ্য ভোটদানের হার
ভোটদানের হারে এগিয়ে বোলপুর। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে পড়েছে ৭৭.৪৬ শতাংশ ভোট। এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে। ৫টা পর্যন্ত আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ৭৫.৬৬ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট?
ভোটদানের হারে এ বার শীর্ষে বোলপুর। সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল। তবে নির্বাচন কমিশনের বেলা ১টার হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোটদানের হারের হিসাবও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই হিসাব অনুযায়ী, সব থেকে বেশি ভোট পড়েছে বোলপুর কেন্দ্রে, ৬৯.০৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ৬৭.৯২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান কেন্দ্র। ৩টে পর্যন্ত ওই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.৮৩ শতাংশ। এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৬৫.৮৭ শতাংশ, কৃষ্ণনগরে ৬৬.৩৭ শতাংশ, রানাঘাটে ৬৬.১৮ শতাংশ, আসানসোলে ৬০.২৬ শতাংশ এবং বীরভূমে ৬৪.৯৮ শতাংশ ভোট পড়েছে।