ওড়িশায় গায়ে আগুন দিয়ে ছাত্রীর মৃত্যু, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বন্‌ধের ডাক ৮ বিরোধীদের

8 Opposition parties call for Odisha bandh after tragic student death.
8 Opposition parties call for Odisha bandh after tragic student death.

যৌন হেনস্তার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ওড়িশা। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবি করে পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। আগামী ১৭ জুলাই আটটি দল একসঙ্গে মিলে রাজ্যজুড়ে ‘ওড়িশা বন্‌ধ’ ডেকেছে। গোটা ঘটনাটিকে ‘প্রাতিষ্ঠানিক হত্যা’ বলে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্তার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। কিন্তু ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েই প্রতিবাদে নেমেছে একাধিক বিরোধী দল। ভুবনেশ্বর এইমসে চিকিৎসাধীন ছিলেন ওই ছাত্রী। তাঁর মৃত্যুর খবর পেয়েই হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেসের ছাত্র সংগঠন।

ছাত্রীর মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে ওড়িশার শাসক দল বিজেপিকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, “সুবিচার চেয়ে লড়াই করা কন্যাকে কার্যত খুন করেছে বিজেপির সিস্টেম। যাদের উচিত ছিল তাঁকে রক্ষা করা, তারাই তাঁকে গুঁড়িয়ে দিয়েছে। ওড়িশা হোক বা মণিপুর, আমাদের দেশের মেয়েরা মারা যাচ্ছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ করে রয়েছেন।”

ছাত্রীর মৃত্যুর ঘটনায় ব্যথিত ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সবচেয়ে যন্ত্রণার বিষয় হল, এই মৃত্যু কেবল দুর্ঘটনা নয়। যে সিস্টেমের উচিত ছিল তাঁকে সাহায্য করা, সেই সিস্টেমই চুপ করে থেকে তাঁকে হত্যা করেছে।’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের মতো একাধিক দাবিতে বন্‌ধের ডাক দিয়েছে সিপিএম, বিজেডি, কংগ্রেস-সহ আটটি দল। আগামী ১৭ জুলাই ওড়িশাজুড়ে বন্‌ধ ডাকা হয়েছে।