মুখ পুড়ল তেজস্বীর, আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, ভরাডুবি কংগ্রেসের

Bihar Assembly Election Live Update: Tejashwi Yadav Currently Trailing
Bihar Assembly Election Live Update: Tejashwi Yadav Currently Trailing

জনমত সমীক্ষার পরেই পাটলিপুত্রের আকাশে জমা হয়েছে আশা-আশঙ্কার মেঘ। অধিকাংশ সমীক্ষা নীতীশ কুমারকে ফের বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। তাতে মহাগটবন্ধনের মাথায় চিন্তার মেঘ জমা হলেও দু-একটি সমীক্ষা আশার আলো জ্বালিয়েছে। শেষ পর্যন্ত কোন দিকে রায় দেবে বিহারের জনতা? রইল প্রতি মুহূর্তের আপডেট।

বেলা ১১:৩০ বড়সড় ধাক্কা মহাগটবন্ধনে। রাঘোপুর থেকে ৩ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে পড়লেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানির দল বিকাশশীল উন্নয়ন পার্টিও ধরাশায়ী। মাত্র ১টি আসনে এগিয়ে তারা। 

সকাল ১১:১৫ বিহারের ২৪৩টি আসনের মধ্যে ২০০টিই ঝুলিতে পোরার পথে এনডিএ। ইতিমধ্যেই ১৯০টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি-জেডিইউয়ের জোট। অন্যদিকে মহাগটবন্ধন নেমে গিয়েছে পঞ্চাশের নিচে। উল্লাসে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। 

সকাল ১১ ফিনিক্স পাখির মতো বিহারের রাজনীতিতে প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমারের। বৃহত্তম দল হওয়ার পথে জেডিইউ। পার্টি অফিসের সামনে ব্যানার দেওয়া হয়েছে, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’। এমন ঝোড়ো ব্যাটিংয়ের পর এনডিএ নীতীশকেই মুখ্যমন্ত্রী করতে বাধ্য হবে, বলছে রাজনৈতিক মহল। উৎসবে মেতেছে বিজেপিও। 

সকাল ১০:৪৫ এক্সিট পোলের যাবতীয় হিসাবকেও ছাপিয়ে যাচ্ছে বিহারের ফলাফল। গণনার তিন ঘণ্টা পরে মাত্র ৫১ আসনে এগিয়ে আরজেডি। কংগ্রেস মাত্র ৭ আসনে এগিয়ে।আরজেডির আসন সংখ্যা নামছে ৩৫-এ। 

সকাল ১০:৩০ বিরাট ব্যবধানে পিছিয়ে পড়েছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। জেলবন্দি জেডিইউ নেতা অনন্ত সিং এগিয়ে রয়েছেন সামান্য ব্যবধানে। এখনও ২০ রাউন্ড গণনা বাকি রয়েছে বিহারে। 

সকাল ১০:১৫ প্রথমবার ভোটযুদ্ধে নামা জন সুরাজ পার্টিও বেশ দাগ কেটেছে বিহার নির্বাচনে। ভোট গণনা শুরুর আড়াই ঘণ্টা পরে দেখা যাচ্ছে তিন আসনে এগিয়ে রয়েছে প্রশান্ত কিশোরে দল। সীমাঞ্চলে ভোটের ভালো অংশ গিয়েছে এআইএমআইএমের ঝুলিতে। 

সকাল ১০ বিহারে তরতরিয়ে এগোচ্ছে এনডিএ জোট। ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়ে এখন ২০০ আসনে লিড নেওয়ার পথে বিজেপি-জেডিইউ জোট। অভাবনীয় প্রত্যাবর্তন নীতীশের দলের। বিহারের বৃহত্তম দল হতে চলেছে তারা। আপাতত ৭৫ আসনে এগিয়ে নীতীশের দল। 

সকাল ৯:৪৫ আরজেডিকে সরিয়ে বিহারের বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি। ইতিমধ্যেই ৭৩ আসনে এগিয়ে পদ্ম শিবিরের প্রার্থীরা। আরজেডি ৬৫টি আসনে এগিয়ে। দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার দৌড়ে জেডিইউ। তারা ৬৯ আসনে এগিয়ে। 

সকাল ৯:৩০ বিহারের প্রাথমিক ট্রেন্ডে ব্যাপক রক্তক্ষরণ কংগ্রেস-আরজেডির। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার ছুঁয়ে দেড়শোরও বেশি আসনে এগিয়ে এনডিএ। অন্যদিকে ৭০-এর ঘরেই আটকে রয়েছে মহাগটবন্ধনের লিড। 

সকাল ৯: ১৫ প্রাথমিক ট্রেন্ডে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেল এনডিএ। ভোটগণনার সোয়া একঘণ্টার মধ্যেই ১৩১ আসনে এগিয়ে এনডিএ। মহাগটবন্ধন আপাতত ৭০ আসনে এগিয়ে। 

সকাল ৯ ভোটগণনা শুরুর এক ঘণ্টার মধ্যেই বড়সড় লিড নিয়ে নিল এনডিএ। আপাতত ৮৫ আসনে এগিয়ে নীতীশ-মোদি জোট। ৫১ আসনে এগিয়ে মহাগটবন্ধন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও চার আসনে এগিয়ে রয়েছে। 

সকাল ৮:৩০ প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে এনডিএ। নিজেদের আসনে আপাতত এগিয়ে রয়েছেন তেজস্বী যাদব, মৈথিলি ঠাকুর, অনন্ত সিং, সম্রাট চৌধুরিরা। পিছিয়ে রয়েছেন তেজপ্রতাপ যাদব। 

সকাল ৮: শুরু হল ভোট গণনা। কড়া নিরাপত্তার মধ্যে গণনাপ্রক্রিয়া চলছে। 

সকাল ৭:৪৫ বিহারে সরকার গড়বে মহাগটবন্ধনই। ভোটগণনা শুরুর আগেই আত্মবিশ্বাসী বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। আরজেডি নেতার কথায়, বিহারে পরিবর্তন আসবেই।

সকাল ৭: ৩০ ফলপ্রকাশের আগেই আরেজডি নেতার বাড়ি থেকে রসগোল্লা, লিট্টি-চোখা বিলি। অন্য়দিকে দিল্লির বিজেপি হেডকোয়ার্টার থেকে জিলিপি, ছাতুর পরোটা বিলি।

সকাল ৭ বিহারের ২৪৩ আসনের ভাগ্য়নির্ধারণ। দুই দফায় রেকর্ড ভোটদান হয়েছে সেরাজ্যে। এক্সিট পোল বলছে, আবারও বিহারে চলবে নীতীশ জমানা। পোস্টাল ব্যালটেও এগিয়ে রয়েছে এনডিএ।