BJP leader Mithun Chakraborty lost his money bag during election campaign
BJP leader Mithun Chakraborty lost his money bag during election campaign

বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার মিঠুন চক্রবর্তী। অভিযোগ, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ খোয়া যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মানিব্যাগ ফেরত পাওয়া যায়নি। 

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চ থেকে মাইকে প্রচার করে মানিব্যাগ ফেরানোর আবেদন করে বিজেপি নেতৃত্ব। তবে সেই আর্জিতে সাড়া মেলেনি। মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসার ঘটনা।

জানা গিয়েছে, এদিন নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকেই মাইকিং করে বিষয়টি জানায়। এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, “যো ভি মিঠুনদা কা মানিব্যাগ লিয়া হ্যায়, ওহ আকে লওটা দিজিয়ে। উস মে মিঠুনদা কা জরুরি কাগজ হ্যায়। (যে মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন, ফিরিয়ে দিন। ওতে ওঁর জরুরি কাগজ আছে)।” তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ‘মহাগুরু’র মানিব্যাগ ফেরত পাওয়া যায়নি। 

প্রসঙ্গত,  ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন। মোট ভোটার প্রায় আড়াই কোটি। তাঁদের মধ্যে ৬৬.৪ শতাংশ তরুণ। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার সেই রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। জনসমর্থন টানতে প্রচারের শেষবেলায় হাজির হন ‘ডিসকো ডান্সার’ মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখতে ভিড়ও জমেছিল। সেই ভিড়ের মাঝেই মানিব্যাগ খোয়া গেল তাঁর।