হাসপাতালে ভরতি করা হল ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) ভরতি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগে তিনি ভরতি আছেন।
বুধবার রাতের দিকে ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে হাসপাতালে ভরতি করা হল। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘আপাতত নয়াদিল্লির এইমসে ভরতি আছেন এলকে আডবানি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে, তা নিয়ে এইমস কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগে (বয়স্ক মানুষকের চিকিৎসা সংক্রান্ত) ৯৬ বছরের আডবানির চিকিৎসা চলছে। যিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন।