রাষ্ট্রীয় অধিবেশনে বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন,”মাত্র ৭-৮ বছর আগেও আমরা বাংলায় ১০ শতাংশ ভোটের পার্টি ছিলাম। মাত্র ৩ জন বিধায়ক ছিলেন। আজ ৩ থেকে ৭৭ হয়েছি। বাংলায় এখন আমাদের ভোট সাড়ে ৩৮ শতাংশ। আমি এখনই আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় আমরাই ক্ষমতা দখল করব।”
‘৩ থেকে ৭৭ হয়েছি, এবার ক্ষমতায় আসব’, বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে বাংলা নিয়ে হুঙ্কার নাড্ডার
সন্দেশখালি ঘটনা নিয়ে যখন জাতীয় রাজনীতি উত্তাল, তখন নড্ডার ওই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কোন রাজ্যে দলের ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, তার উদাহরণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে আনেন নড্ডা।