সাম্প্রতিককালে কংগ্রেসের ইস্তাহারে থাকা ‘সম্পত্তি পুনর্বণ্টন’ ইস্যু নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে মোদীর দাবি এবং মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই আবহে নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে গোটা বিষয় নিয়ে কথা বললেন মোদী।
নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের ইস্তাহারকে ‘শো-পিস’ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলির ইস্তাহার কি শুধু শো-পিস? সব রাজনৈতিক দলের ইস্তাহার মানুষের সামনে তুলে ধরা মিডিয়ার কাজ। আমি অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম মিডিয়া সেটা করবে। আমি ভেবেছিলাম মিডিয়া হতবাক হয়ে যাবে। তবে মিডিয়া শুধু কংগ্রেসের ভাষা বলে গিয়েছে।’
মোদীর কথায়, ‘কংগ্রেসের ইস্তাহার দেখে আমার মনে হয়েছিল, তাতে মুসলিম লিগের ছাপ আছে। ইস্তাহার প্রকাশের পর আমি ১০ দিন অপেক্ষা করি। আমি মনে করি এটা সামাজিক দুর্নীতি। আমাকে সত্যিটা প্রকাশ করতে হত। ভেবেছিলাম, এই ইস্তাহারে থাকা নেতিবাচক দিকগুলি কেউ না কেউ তুলে ধরবে। সেটা হলে ভালো হত। তবে শেষ পর্যন্ত আমাকেই এটা তুলে ধরতে হল।’
এদিকে প্রস্তাবিত ‘উত্তরাধিকার কর’ নিয়ে প্রশ্ন করা হলে মোদী বলেন, ‘বিজেপি যা পরিকল্পনা করে, তা ইস্তাহারে প্রকাশ করে। কংগ্রেসের এই ধারণার ভিত্তিতে আমরা কাজ করব, এটা আপনারা ভাবলেন কীভাবে? বিজেপির নীতি স্পষ্ট। আমরা আমাদের ধারণা এবং পরিকল্পনা নিয়ে দেশের কাছে যাই। দয়া করে তাদের এই মহান মনোভাব আমাদের ওপরে চাপিয়ে দেবেন না।’