চন্ডীগড় ডেপুটি মেয়র নির্বাচনে ১৯টি ভোট পেল বিজেপি। কংগ্রেস ও এএপি মিলিয়ে পেয়েছে ১৬টি ভোট। একটি ভোট অবৈধ। বিজেপি প্রার্থী কুলজিৎ সিং সান্ধু চণ্ডীগড়ের সিনিয়র ডেপুটি মেয়র পদে ১৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। সোমবার চণ্ডীগড় পৌর কর্পোরেশনের পুনঃনির্বাচনে কংগ্রেস-এএপি প্রার্থী গুরপ্রীত সিং গাবিকে পরাজিত করে বিজেপির কুলজিৎ সিং সান্ধু সিনিয়র ডেপুটি মেয়র পদে জয়ী হয়েছেন।
সান্ধু ১৯টি ভোট পেয়েছেন এবং কংগ্রেসের গুরপ্রীত গাবি ১৬ ভোট পেয়েছেন। একটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন মেয়র। ৩৫ সদস্যের পৌরসভায় বিজেপির ১৭ জন কাউন্সিলর রয়েছে।
১৯ ফেব্রুয়রি তিনজন এএপি কাউন্সিলর দল পরিবর্তনের পর বিজেপির সংখ্যা ১৪ থেকে বেড়ে ১৭ হয়েছে। এএপি-র ১০ জন সদস্য এবং কংগ্রেসের রয়েছে সাতজন। শিরোমণি আকালি দলের একজন কাউন্সিলর রয়েছেন।