পরপর ন’দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল বরাবর বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকায় একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর একাধিক পদক্ষেপ নেয় ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে কেন্দ্র। এছাড়াও আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এর পরেই পাকিস্তানের তরফে জানানো হয় সিন্ধু জল চুক্তি রদ করা হলে পাকিস্তান সেটাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করবে। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা তৈরি হয়। বৃহস্পতিবার রাতেও সীমান্তরেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা। পালটা জবাব দিয়েছিল ভারতীয় সেনা। তার আগে বুধবার রাতেও সীমান্তরেখার উরি এবং আখনুর সেক্টরে গুলিবর্ষণ করে পাকিস্তান। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়ারা ও বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। ভারতের সঙ্গে পাকিস্তানের মোট ৩৩২৩ কিলোমাটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত মোট তিনটি ভাগে বিভক্ত। যার মধ্যে গুজরাট থেকে কাশ্মীরের আখনুর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ২৪০০ কিলোমিটারে কাছাকাছি। জম্মু থেকে লেহ পর্যন্ত লাইন অফ কন্ট্রোল রয়েছে ৭৪০ কিলোমিটারের কাছাকাছি। অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন রয়েছে ১১০ কিলোমিটারের কাছাকাছি।

Continuous ceasefire violations for nine consecutive days by Pakistan with gunfire; Indian Army responds in retaliation