Despite the ceasefire, India's diplomatic battle with Pakistan continues.Despite the ceasefire, India's diplomatic battle with Pakistan continues.
Despite the ceasefire, India's diplomatic battle with Pakistan continues.

 সংঘর্ষবিরতির পরও পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক লড়াই অব্যাহত। এবার পাক দূতাবাসের কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। পাক দূতাবাসের ওই কর্মীকে জানিয়ে দেওয়া হল, ভারতে তিনি অনাকাঙ্ক্ষিত।

ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে ২৪ ঘণ্টার মধ্যে কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়াটা ভারত-পাক সংঘাতের আবহে নতুন মোড় যোগ করতে পারে।