দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর রহস্যমৃত্যু! মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসন থেকে তাঁকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। রিঙ্কু মজুমদার বলেন, “বুঝতে পারছি না। কথা বলার মতো পরিস্থিতিতে নেই।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সাপুরজি আবাসনে থাকতেন রিঙ্কুর ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম। সেখান থেকেই তাঁকে অবেচতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ২৭ বছর বয়সি সৃঞ্জয়কে টাটা মেডিক্যালের পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র মারফত খবর, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ খবর পায় পুলিশ। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রীতমের নিয়মিত একটি ওষুধ চলত। তার ওভারডোজেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।
অস্বাভাবিক মৃত্যুর পর প্রশ্ন উঠছে, সত্যি কি ওষুধের পরিমাণ বুঝতে না পেরে দুর্ঘটনার জেরে মৃত্যু? নাকি সৃঞ্জয় আত্মঘাতী হয়েছেন? অসমর্থিত সূত্রের খবর, তাঁর গলার কাছে একটি দাগ লক্ষ্য করা গিয়েছে। তবে পুলিশ এখনই কিছু বলতে নারাজ। মুখ খোলেনি সৃঞ্জয়ের পরিবারও।
উল্লেখ্য, এপ্রিল মাসে বিজেপি নেতা দীলিপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে হয়। রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয়। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমে তাঁকে বলতে শোনা গিয়েছিল, মায়ের বিয়েতে খুশি তিনি। মায়ের বিয়ের মাসখানেক হতে না হতেই সৃঞ্জয়ের দেহ উদ্ধারে ঘনিয়েছে রহস্য।