Election Commission

লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ল বলে! খুব শীঘ্রই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের মতে, সবকিছু ঠিকঠাক চললে আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন।

লোকসভা ভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের। অন্য দিকে, রাজনৈতিক দলগুলোও প্রার্থী বাছাই, প্রচার পরিকল্পনা-সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত। এ সবের মাঝেই প্রশ্ন উঠছে ২০২৪ সালের লোকসভা ভোট কবে থেকে শুরু হবে? কবে প্রকাশ পাবে নির্ঘণ্ট?

কয়েক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের একটি চিঠি। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৬ এপ্রিল। সেই জল্পনা জোরালো হতেই এ বিষয়ে মুখ খুলেছিল জাতীয় নির্বাচন কমিশন। এক প্রেস বিবৃতিতে জানানো হয়, লোকসভা ভোটের প্রস্তুতির জন্যই আপাতত ১৬ এপ্রিলকে সামনে রাখা হয়েছে। তবে দিনটি চূডান্ত নয়। দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে জানানো হয়, দিনটি শুধুমাত্র প্ল্যানিং রেফারেন্সের জন্য।

এখন জানা যাচ্ছে,ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে পর্যবেক্ষণের জন্য পৌঁছে যাচ্ছেন কমিশনের সর্বোচ্চ আধিকারিকরা। খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির লোকসভা ভোটের প্রস্তুতি। সবকিছু ঠিকঠাক চললে নির্বাচন কমিশন আগামী মাসের ৯ তারিখের পর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে। অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ।

সূত্র উদ্ধৃত করে নিউজ ১৮-র রিপোর্টে বলা হয়েছে, ৯ মার্চের পর লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন। এ ক্ষেত্রে ২০১৯ সালের লোকসভা ভোটের নির্ঘণ্টের মতোই সাজানো হতে পারে এ বারের নির্ঘণ্ট। সে বার সাতটি দফায় ভোটগ্রহণ হয়েছিল দেশের ৫৪৩টি আসনে। প্রথম থেকে সপ্তম দফার ভোটগ্রহণ হয়েছিল যথাক্রমে ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে। ভোটগণনা শুরু হয়েছিল ২৩ মে। এ বার কী হয়, সেটাই দেখার!