ষষ্ঠ দিনে পা দিল কৃষকদের আন্দোলন । দিল্লি যাওয়ার পথে বর্তমানে শম্ভু বর্ডারের কাছে অবস্থানরত অবস্থায় রয়েছেন কৃষকরা। পাঞ্জাব কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা জানান, সরকার কিছু সময় চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বিষয়টি আলোচনার জন্য।
সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষান মজদুর মোর্চার তরফে দিল্লি চলোর ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার কৃষকদের তরফে পাথর ছোঁডাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয় কৃষকদের ছত্রভঙ্গ করতে।
পুলিশের সঙ্গোে বেশ কয়েক দফায় হাতাহাতিও হয় কৃষকদের। তবে নিরাপত্তা ব্যারিকেড ভাঙা এখনও পর্যন্ত সম্ভব হয়নি।