If Military Attacks Don't Stop, There Will Be Consequences – Jaishankar Warns Pakistan
If Military Attacks Don't Stop, There Will Be Consequences – Jaishankar Warns Pakistan

বিকেল ৪:৩০ ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্য এবং বীরত্বকে কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানে সেনার প্রত্যাঘাতের পর একটি বক্তৃতায় তিনি বলেন, যেভাবে ভারত জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তা আসলে তিন বাহিনীর অদম্য় সাহসের নিদর্শন। 

বিকেল ৪:১৫ ভার‍তের সঙ্গে সংঘাতের আবহে বিরাট ধস নামল পাকিস্তানের শেয়ার বাজারে। একধাক্কায় সাড়ে ৬ হাজার পয়েন্টেরও বেশি পড়েছে পাক সূচক। ফলে তড়িঘড়ি শেয়ার বাজারের বেচাকেনা বন্ধ করে দেওয়া হয়। 

বিকেল ৪ সামরিক হামলা না থামালে পাকিস্তানকে আরও বড়সড় ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার সকালে সেনার প্রত্যাঘাতের পর তিনি বলেন, ভারত মোটেও চায় না অশান্তি ছড়াতে। কিন্তু পাকিস্তান যদি এইভাবে সামরিক হামলা চালিয়ে যায় তাহলে ভারত পালটা কড়া বার্তা দেবে। 

বিকেল ৩:৪৫ ভার‍তের ড্রোন হানায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। জানা গিয়েছে, বৃহস্পতিবার পিএসএলের ম্যাচ ছিল সেখানে। তার কয়েক ঘন্টা আগেই স্টেডিয়ামে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন। 

বেলা ৩:৩০ বুধবার সকালে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। তারপরেই জরুরি বৈঠকে বসেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বৈঠকে যোগ দিতে পৌঁছে গিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। সেখানে উপস্থিত আছেন পাকিস্তানের সামরিক কর্তারাও। 

বেলা ৩:১৫ ভারতের প্রত্যাঘাতের পর লাহোরে থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল আমেরিকা। শহরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের। উপায় থাকলে লাহোর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক আধিকারিকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।