পাক চর সুন্দরী জ্যোতি মালহোত্রার জীবন যে কত রহস্যে ঘেরা, তার ঠিক নেই। সময় যত গড়াচ্ছে, পিঁয়াজের খোসার মতো নতুন মোড়ক উন্মোচিত হচ্ছে যেন! এবার জ্যোতির সঙ্গে বাংলার এক ভ্লগারের ঘোরাফেরা, ভিডিও করা, সময় কাটানোর হাতেগরম প্রমাণ পাওয়া গেল সোশাল মিডিয়া। ইউটিউব একটু ঘাঁটাঘাঁটি করলেই মিলবে সেই যুবকের সন্ধান – সৌমিত ভট্টাচার্য। আদতে তিনি আসানসোলের বাসিন্দা। ভ্লগার হিসেবে ইতিমধ্যেই পরিচিত। জ্যোতির মতোই ট্রাভেল ভ্লগ করে থাকেন সৌমিত। তিনি কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতির সঙ্গী ছিলেন। সূত্রের খবর, গত বছর যখন কলকাতায় এসেছিলেন হরিয়ানার কন্যা, সেসময় সৌমিতই তাঁকে কলকাতা ঘুরে দেখান। দু’জনে একসঙ্গে নামী রেস্তরাঁয় খাওয়াদাওয়াও করেন। সোশাল মিডিয়ায় এসব তথ্য হাতে পাওয়ায় এখন গোয়েন্দাদের নজরে বাংলার এই যুবক।
সোশাল মিডিয়া ঘেঁটে যে তথ্য মিলছে, সেই অনুযায়ী জম্মু-কাশ্মীরের বদগাম জেলার দুধগামে বেড়াতে গিয়েছিলেন আসানসোলের যুবক সৌমিত, হরিয়ানার জ্যোতি এবং পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। তদন্তকারীদের নজরে এই প্রিয়াঙ্কাও। জানা যাচ্ছে, গত বছর হাওড়ায় লোকসভা ভোটের দিন অর্থাৎ ২০ মে, ২০২৪এ কলকাতায় এসেছিলেন জ্যোতি। সেসময় তাঁকে কলকাতা ঘুরে দেখান সৌমিত। এরপর কাশ্মীরের দুধপাথরিতেও তিনজন একসঙ্গেই ঘোরেন। সৌমিতের ভ্লগ থেকেই তা স্পষ্ট।
সৌমিতের বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য। তিনি উলুবেড়িয়ার একটি কলেজের অধ্যক্ষ। সৌমিতের মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। অর্থাৎ সৌমিতের পরিবার উচ্চশিক্ষিত। তবে সৌমিত নিজে ভ্রমণপ্রেমী, সেই সংক্রান্ত ভ্লগ করাই তাঁর পেশা। ওয়াকিবহাল মহলের মত, হয়ত ঘোরাঘুরির সূত্রেই জ্যোতি-প্রিয়াঙ্কাদের সঙ্গে আলাপ তাঁর। তবে সৌমিতের গতিবিধিও এই মুহূর্তে সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মত তদন্তকারীদের।