Election vote

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ : বাংলার ৮ আসনে নির্বাচন, কোন কোন কেন্দ্রে ভোটগ্রহণ?

শনিবার বাংলার বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া আসনে ভোট। লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন, দীপক অধিকারী (দেব), অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ, জুন মালিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো, নেপাল মাহাতো, প্রণত টুডু, কালীপদ সোরেন-সহ আরও অনেকে।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ : আজ দেশের ৭ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন

সাত দফার মধ্যে ষষ্ঠ দফার ভোট আজ। নির্বাচনের ষষ্ঠ পর্বে ভোট হচ্ছে বিহার (৮ আসন), হরিয়ানা (১০ আসন), ঝাড়খণ্ড (৪ আসন), ওড়িশা (৬ আসন), উত্তরপ্রদেশ (১৪ আসন) এবং পশ্চিমবঙ্গ (৮ আসন) এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি (৭ আসন), জম্মু ও কাশ্মীরে (১ আসন)।