প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নয়াদিল্লীর ভারত মন্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অন্তর্গত এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছে। ওই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ নয়াদিল্লীর ভারত মন্ডপম থেকে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত সুবিশাল বাইক র্যালির বের হয়েছে। তিরঙ্গার গৌরব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য, বলে জানান তিনি।