PM Narendra Modi
PM Narendra Modi

তৃতীয় মোদি সরকারের শপথের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে মাসখানেক আগে থেকেই। অর্থাৎ ভোটপর্ব শুরুর পর থেকেই।

শেষ দফার ভোট এখনও মেটেনি। ফলাফল প্রকাশেরও বাকি বেশ কয়েকটা দিন। এরই মধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের পরিকল্পনা সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি। সেই পরিকল্পনা অনুযায়ী, এবারে মোদির (Narendra Modi) শপথে একাধিক চমকও থাকছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী এবার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদে শপথেও রীতি বদলাবেন মোদি। এর আগে দুবারই তিনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। অতীতেও প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতি ভবনেই শপথ নিয়েছেন। কিন্তু মোদি এবার শপথ নেবেন খোলা আকাশের নিচে কর্তব্য পথে। আসলে এনডিএ (NDA) সরকার নিজেদের তৈরি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সৌন্দর্য গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায়। আর প্রধানমন্ত্রী মোদি চান শপথগ্রহণ অনুষ্ঠানকে জনতার দরবারে নিয়ে যেতে।

প্রাথমিকভাবে দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) ফলপ্রকাশ হচ্ছে ৪ জুন। আর প্রধানমন্ত্রী পদে ফের মোদি শপথ নিতে চান ৯ জুন। এর আগে ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেন ২৬ মে। সেবার ভোটের ফল বেরোয় ১৬ মে। ২০১৯-এ মোদি শপথ নেন ৩০ মে। সেবার ভোটের ফল বেরোয় ২৩ মে। আর এবার ফলপ্রকাশের চারদিনের মধ্যেই শপথের পরিকল্পনা মোদির।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, তৃতীয় মোদি সরকারের শপথের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে মাসখানেক আগে থেকেই। অর্থাৎ ভোটপর্ব শুরুর পর থেকেই। কিন্তু ফলাফল যদি উলটো হয়? বিজেপির ভোট ম্যানেজাররা মনে করছেন, তেমন কোনও সম্ভাবনা নেই। ৪০০ পারের স্লোগান দিয়ে এবার ভোট ময়দানে নেমেছেন মোদি। বিজেপি (BJP) মনে করছে ৪০০ পার না হলেও ক্ষমতায় ফেরা নিয়ে কোনও সংশয় নেই। বিরোধীরা অবশ্য অন্য কথা বলছেন। ইন্ডিয়া জোট আবার মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুয়ো আত্মবিশ্বাস দেখিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেলের মতো ব্যাপার।