পাঞ্জাবের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মোদি। কথা বলবেন কৃষকদের সঙ্গে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। এখনও পর্যন্ত বন্যার দাপটে ৪৬ জনের প্রাণহানি হয়েছে। কৃষির জন্য বিখ্যাত ভারতের এই রাজ্যে বিস্তীর্ণ অঞ্চলের জমি এখন জলের তলায়। এই পরিস্থিতিতে ভারতের শস্যভাণ্ডার বলে পরিচিত পাঞ্জাবের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তথ্য দিয়েছে বিজেপির পাঞ্জাব শাখা। তারা জানিয়েছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় বিপর্যস্ত পরিবার ও কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি।
সেইমত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য উত্তর ভারতে একটানা বৃষ্টির কারণে বিপরাক্ত পাঞ্জাবের | প্রায় দুহাজার গ্রাম। এই পরিস্থিতিতে পাঞ্জাবের কৃষকদের পাশে থাকার | বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাঞ্জাব বিজেপি শাখার | সভাপতি সুনীল জাখোর জানিয়েছেন, পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। এই পরিস্থিতিতে পাঞ্জাব সফরে ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে আরো বেশি কেন্দ্রীয় সহায়তা কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। পাঞ্জাবের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত অমৃতসর,লুধিয়ানা, পাঠানকোট সহ আরো কয়েকটি অঞ্চল। এখনও বহু এলাকা ডুবে আছে বন্যার জলে।


