e103d147 14f1 4ca2 b1cb f97677c401492

পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে গিয়ে বাধার সম্মুখীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সাংসদদের একটি প্রতিনিধি দল। পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটিকে। দুর্ব্যবহারের শিকার হয়ে রাস্তায় বসলেন প্রতিনিধি দলটি। প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তৃনমূলের শাহজাহান শেখ আর তার দলবল দীর্ঘদিন ধরে এলাকার মহিলাদের উপর পাশবিক অত্যাচার করেছে বলে অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে সন্দেশখালির অত্যাচারিতা মহিলাদের পাশে দাঁড়াতে  ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে ২ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ৪ জন সাংসদের একটি দল শুক্রবার সন্দেশখালিতে যায়।

সন্দেশখালি ঢোকার ঠিক আগে রাজ্য পুলিশ দিয়ে আটকে দেয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রশ্ন করেন কোন আইনে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে তাদের।