মোরেনা জেলায় এক গর্ভবতী মহিলাকে গণধর্ষণ
মোরেনা জেলায় এক গর্ভবতী মহিলাকে গণধর্ষণ

সম্প্রতি মধ্যপ্রদেশে এক গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই নিয়ে প্রশ্ন করেন, ‘জাতীয় মহিলা কমিশন সেখানে যাবে না? ঘটনাস্থলে কি বিরোধীরা যেতে পারবেন?

উল্লেখ্য, সংবাদসংস্থা পিটিআই জানায়, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক গর্ভবতী মহিলাকে তিনজন মিলে গণধর্ষণ করে। এরপর সেই নির্যাতিতাকে প্রাণে মারার চেষ্টায় গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর জেরে নির্যাতিতার শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে। খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেই মহিলা। 

নির্যাতিতার বয়স ৩৪ বছর। এ নিয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, গর্ভবতী মহিলার স্বামীর বিরুদ্ধে অপর এক মহিলা ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগকারী মহিলার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন নির্যাতিতা গর্ভবতী। সেখানেই তিনজন সেই গর্ভবতীকে গণধর্ষণ করে। এরপর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুনের চেষ্টা করে তাকে।