NARENDRA MODI
বারাণসীতে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম হয়ে রয়েছে সমগ্র দেশ। তারই মাঝে আজ মঙ্গলবার বারাণসী (Varanasi) কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী। 

আজ মোদীর মনোনয়ন জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।আজ গঙ্গা ও কালভৈরব পরিদর্শন শেষে বারাণসীতে মনোনয়নপত্র জমা দেন মোদী। এর আগে ২০১৪ ও ২০১৯ সালে বারাণসী থেকে ভোটে জিতেছিলেন তিনি।

আরও পড়ুন –

  1. সাজানো শুধু ২০০-৫০০-র নোটের বান্ডিল! আবার টাকার পাহাড়ের হদিস
  2. বারবার রিচার্জ থেকে মুক্তি! ৭৩০ জিবির ডেটা সমেত এক ধামাকা প্ল্যান আনলো Jio
  3. তিন দিন বন্ধ থাকবে আগরতলা- ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া-কলকাতা বাস সার্ভিস

মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর চোখে-মুখে উচ্ছ্বাস দেখা যায়।  প্রধানমন্ত্রী মোদী জেলা কালেক্টর এস রাজালিঙ্গমের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এরপর তিনি রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে শ্রমিকদের সঙ্গে বৈঠকে  করবেন। এই সময়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও জয়ের রণকৌশল তৈরি করা হবে বলে মনে হচ্ছে।