উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৭টিতে লড়বে কংগ্রেস। অন্য দিকে, পাশের রাজ্য মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে অখিলেশের দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। যৌথ সাংবাদিক বৈঠকে কংগ্রেসের তরফে দলের রাজ্য সভাপতি অজয় রাই এবং এআইসিসির সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে হাজির ছিলেন। এসপির তরফে ছিলেন, দলের উত্তরপ্রদেশ শাখার প্রধান নরেশ উত্তম পটেল এবং জাতীয় সাধারণ সম্পাদর রাজেন্দ্র চৌধুরী।
উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে হাত মিলিয়ে অন্তত ১৪টি জনসভা করার সিদ্ধান্ত নিলেন রাহুল গাঁধী
গত বছর জুন মাসে তৈরি হওয়ার পর থেকেই বার বার হোঁচট খেয়েছে বিরোধী জোট। বিভিন্ন সমস্যার মধ্যেই বড় সমস্যা হয়ে দেখা দেয় বিভিন্ন রাজ্যে আসন সমঝোতার প্রসঙ্গ। এরই মাঝে এই খবর বিরোধী জোটকে স্বস্তি দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট থেকে ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের (ইউনাইটেড) বস নীতীশ কুমারের বেরিয়ে গিয়েছেন। তিনি এই জোটের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। অন্য দিকে উত্তর প্রদেশে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলও আইএনডিআইএ জোট ছাড়বেন তা প্রায় নিশ্চিত। নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট করেছেন এবং জয়ন্ত চৌধুরীও তাঁকেই অনুসরণ করবেন বলে মনে করা হচ্ছে।