The plot doesn’t end with Pahalgam — a bigger terrorist attack is being planned! 48 tourist spots shut down in Kashmir.
The plot doesn’t end with Pahalgam — a bigger terrorist attack is being planned! 48 tourist spots shut down in Kashmir.

কাশ্মীরের (Kashmir) ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দিল ওমর আবদুল্লার সরকার। সূত্রের খবর, পহেলগাঁওয়ের পর আরও বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে জঙ্গি হামলার (Terror Attack) আশঙ্কা রয়েছে। গোয়েন্দা বিভাগের থেকে এমন খবর পেয়েই পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার। উল্লেখ্য, গত মঙ্গলবারই পহেলগাঁওয়ে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার এক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসের কোপ পড়ল কাশ্মীরের পর্যটন শিল্পে। পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে পহেলগাঁও হামলাতেই শেষ নয়, কাশ্মীরজুড়ে আরও বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা! এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। ফোনে আড়ি পেতে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পরেই সক্রিয় হয়ে উঠেছে কাশ্মীরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেলগুলি। যথাযথ অপারেশন করার নির্দেশও দেওয়া হয়েছে তাদের। যেহেতু একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, তার পালটা আরও বড়সড় আঘাত হানার ছক কষছে সন্ত্রাসবাদীরা। এবারও তাদের নিশানায় থাকছে বাছাই করা পর্যটকরা। জঙ্গিরা আরও বড় মাপের হামলা করে গুরুতর আঘাত আনতে চাইছে কাশ্মীর তথা গোটা দেশের উপর। এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই অ্যান্টি ফিদায়েঁ স্কোয়াড নামিয়েছে কাশ্মীর পুলিশ। সেইসঙ্গে কাশ্মীরের ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার। গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বন্ধ হওয়া পর্যটনকেন্দ্রগুলির মধ্যে রয়েছে:

ইউসমার্গ
তৌসি ময়দান
দুধপাথরি
আহরওয়াল
কৌসরনাগ
বাঙ্গাস
কারিওয়ান ডাইভার চান্দিগ্রাম
বাঙ্গাস ভ্যালি
উলার
রামপোরা
রাজপোরা
চিয়ারহড়
মুন্দিজ হাম্মাম মার্কুট জলপ্রপাত
খাম্পু
ভিজিটপ
সান টেম্পল
ভেরিনাগ গার্ডেন
জামিয়া মসজিদ। এছাড়াও বেশ কয়েকটি রিসর্ট এবং হোটেল বন্ধ করেছে কাশ্মীর সরকার।