কোন শর্তে দেবের সঙ্গে কাজ করতে রাজি অভিনেত্রী?

Ahead of Dhumketu release, Subhashree Ganguly shares her experience of reuniting with Dev on screen
Ahead of Dhumketu release, Subhashree Ganguly shares her experience of reuniting with Dev on screen

‘ধূমকেতু’ এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। সত্যিই কি একসময়কার হিট জুটিকে পর্দায় আর একসঙ্গে দেখা যাবে না? প্রশ্ন যেতেই ঝাঁজালো শুভশ্রী! অভিনেত্রীর পালটা প্রশ্ন, “আমরা কি একবারও বলেছি? সোশাল মিডিয়াতে তো অনেকে অনেক কথা বলে। সেগুলোতে কান দিয়ে লাভ নেই। আমরা সকলেই পেশাদার অভিনেতা। সকলেই কাজ করতে এসেছি। আমরা প্রত্যেকে নিজেদের কাজের প্রতি নিবেদিত প্রাণ। সৎভাবে নিষ্ঠা সহকারে আমরা আমাদের কাজটা করি। যদি কোনও চরিত্র পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে দেবের সঙ্গে আবার ছবি করব। চিত্রনাট্য যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একসঙ্গে কাজ করব।” অভিনেত্রীর সংযোজন, “অভিনেত্রী হিসেবে ভালো ভালো কাজ করার জন্য মুখিয়ে থাকি।”

Dev Subhasree

বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে ‘ধূমকেতু’তেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন তাঁরা। আর সেই সিনেমা নিয়েই দুই সুপারস্টার অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী হিট। তবে ‘গৃহপ্রবেশ’ মুক্তির প্রাক্কালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ দেব। অনুরাগীদের আবদার মেনে ভবিষ্যতে কি দেব-শুভশ্রী জুটিকে পাওয়া যাবে? সম্প্রতি এই একই প্রশ্ন সুপারস্টার সাংসদের কাছে রেখেছিল সংবাদ প্রতিদিন। এপ্রসঙ্গে দেব বলেন, “দেখো সময়, আবার বলছি। আমরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখিইনি। একটা-দুটো অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। যেটায় আমি জানতামই না ওকে অ্যাওয়ার্ড দেব। তবে শুভশ্রী সংসার সামলে দারুণ কাজও করছে।”

বিগত কয়েক বছরে দেবের সঙ্গে জুটি বাঁধার প্রস্তাব আসেনি বলেও ‘ধূমকেতু’র প্রচারে জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাহলে কি পর্দায় দেব-শুভশ্রী জুটির ক্যারিশমা উপভোগ করা এখন শুধুমাত্রই ভালো চিত্রনাট্যের অপেক্ষা! নজর থাকবে সেদিকে।