আজ নিউজ১৮-এর অনুষ্ঠানে হাজির হয়ে অমিত শাহ ফের একবার দাবি করলেন, বিজেপি গোটা দেশে ৩৭০ এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে জয়ী হবে। অমিত শাহ দাবি করেন, এবার বাংলা, ওড়িশা, তেলাঙ্গানা, তামিলনাড়ুতে ভালো ফলাফল করবে বিজেপি। তারই সঙ্গে পঞ্জাবেও বিজেপির ভালো ফল হবে বলে আশা ব্যক্ত করেব অমিত শাহ। উল্লেখ্য, গতবার ৩০৩টি আসন পেয়েছিল বিজেপি। এর থেকে এবারে আরও প্রায় ৭০টি বেশি পাওয়ার দাবি করছে পদ্ম শিবির
অমিত শাহ দাবি করেন, এবারের ভোটে বিজেপি উত্তরপ্রদেশ থেকে আরও ভালো ফল করবে। এদিকে ওডিশায় বিজু জনতা দলের সঙ্গে এখনও দর কষাকষি চলছে বলে জানান শাহ। পঞ্জাবেও অকালি দলকে বিজেপি পাশে চায় বলে জানান শাহ। এদিকে বিহারে বিজেপি ‘বড় দাদার’ ভূমিকায় এসেছে বলে ঘোষণা করলেন শাহ। উল্লেখ্য, এই প্রথম বিহারে জোটে থেকে জেডিইউর থেকে বেশি আসনে লড়ছে বিজেপি।
এদিকে বাংলা নিয়ে অমিত শাহ দাবি করেন, ‘পশ্চিমবঙ্গ থেকে এবার লোকসভা ভোটে ২৫-এর বেশি আসন পাবে বিজেপি। ২০১৭ সাল থেকে বাংলায় আমরা ক্রমাগত বেড়েই চলেছি। বিধানসভায় আমাদের ২ জন ছিল, সেখান থেকে ৭৭ হয়েছি। লোকসভায় বাংলা থেকে আমাদের সাংসদ সংখ্যা ছিল ২। তবে এখন তা বেড়েছে। এই লোকসভা ভোটে আমরা আরও এগোব।’