Narendra Modi Prime Minister of India

নিউজ ১৮-এর জনমত সমীক্ষা অনুযায়ী, গোটা দেশে এনডিএ নাকি অনায়াসে ৪০০ পার করবে। সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ দেশ জুড়ে ৪১১টি আসনে জিততে পারে। আর বিরোধী ইন্ডিয়া ব্লক কোনও ভাবে টেনেটুনে ১০০-র গণ্ডি পার করতে পারে। এদিকে বিজেপি একাই ৩৫০টি আসনের বেশি পেতে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।  

সমীক্ষা অনুযায়ী, হিন্দি বলয়ে বিজেপি ‘ক্লিন সুইপ’ করতে পারে। উত্তরপ্রদেশে ৭৭, মধ্যপ্রদেশে ২৮, ছত্তিশগড়ে ১০, বিহারে ৩৮ এবং ঝাড়খণ্ডে ১২টি আসনে জিততে পারে এনডিএ। এদিকে কর্ণটাকে এনডিএ ২৫টি আসনে জিততে পারে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। এদিতে অন্ধ্রপ্রদেশেও এনডিএ ১৮টি আসনে জিততে পারে বলে দাবি করা হচ্ছে। আর তেলাঙ্গানায় নাকি বিজেপি ৮টি আসনে জিততে পারে এবারে।

এদিকে মোদী-শাহদের রাজ্য গুজরাটে বিজেপি ২৬টির ২৬টাতেই জয়ী হতে পারে বলে দাবি করা হচ্ছে সমীক্ষায়। এদিকে দক্ষিণের তামিলনাড়ুতে বিজেপি ৫ এবং কেরলে ২টি আসনে বিজেপি জিততে পারে বলে দাবি করা হচ্ছে সমীক্ষায়। এছাড়া রাজস্থান এবং মহারাষ্ট্রেও এনডিএ-র জয়জয়কার জারি থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষায়।