Arshin-500
৫০০ উইকেট নিতে অশ্বিনের লাগল ৯৮ ম্যাচ। ছবি - PTI

ভারতীয় দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে অনিল কুম্বলের (Anil Kumble) ক্লাবে ঢুকে পড়লেন তিনি। নিজের ৯৮তম টেস্টে ১৮৪ ইনিংসে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন (Ravichandran Ashwin Test Wickets)। 

৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে অশ্বিনের মুখে বাবা এবং কঠিন সময়ের কথা

ইংল্যান্ডের (IND vs ENG) ওপেনার জ্যাক ক্রলির উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি। সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে এই অঙ্ক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া বিশ্বের পঞ্চম স্পিনার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন তিনি।

দ্রুততম ৫০০ উইকেট নেওয়া ভারতীয়ের ক্ষেত্রে কুম্বলেকে ছাপিয়ে গিয়েছেন অশ্বিন। নিজের ১০৫তম টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অনিল কুম্বলে। অশ্বিন তাঁর ৯৮তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের দ্রুততম ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড মুথাইয়া মুরলিধরনের।