ঘরের মাঠে হেরে গিয়েছে বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে তারা হেরেছে লখনউয়ের কাছে। ১৮২ রান তাড়া করতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। দল হারলেও নজির গড়ে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি এমন একটি নজির গড়েছেন যা আর কারও নেই।
আইপিএলে একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে সবার আগে রয়েছেন কোহলি। প্রথম ভারতীয় হিসাবে আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১০০টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। একটি মাঠে আইপিএলে আগে কোনও ক্রিকেটারই এত ম্যাচ খেলেননি।
দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যাঁরা রয়েছেন তাঁরা কোহলির থেকে অনেকটাই পিছিয়ে। রোহিত শর্মা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮০টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। তিনি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৬৯টি ম্যাচ খেলেছেন। তবে ধোনির চেন্নাই নির্বাসিত থাকায় মাঝে দু’বছর তিনি অন্য ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেছেন। আবার রোহিতের ক্ষেত্রে, তিনি শুরুতে অধুনালুপ্ত ডেকান চার্জার্স দলের হয়ে খেলেছেন। কোহলির মতো বাকি দু’জন টানা ১৭ বছর একই ফ্র্যাঞ্চাইজ়িতে খেলেননি।