He only carries water’ — Virat shamelessly mocks young cricketer, Netizens erupt in condemnation
He only carries water’ — Virat shamelessly mocks young cricketer, Netizens erupt in condemnation

খাতায়কলমে অধিনায়ক রজত পাতিদার। কিন্তু আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আরসিবিকে কার্যত নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। ফিল্ড সাজানো, সকলকে তাতিয়ে তোলা-অধিনায়কের সব দায়িত্ব নিজেই করে ফেললেন। আর অত্যন্ত আগ্রাসন দেখাতে গিয়েই বিপাকে কিং কোহলি। বিপক্ষ ক্রিকেটারকে কটাক্ষ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ঘরের মাঠে খেলতে নেমে আরসিবির চাপে গুঁড়িয়ে যায় পাঞ্জাব। একটা সময় বেঙ্গালুরুর গতি তারকাদের দাপটে পাঞ্জাব মাত্র ৫০ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে। শেষ পর্যন্ত মাত্র ১০১ রানের টার্গেট খাড়া করে পাঞ্জাব। মাত্র ২ উইকেট খুইয়ে হাসতে হাসতে সেই রান তুলে দেয় আরসিবি। ৯ বছর পর ফের আইপিএল ফাইনাল খেলবেন বিরাটরা।

কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিরাট। বিতর্কের সূত্রপাত পাঞ্জাব ব্যাটিংয়ের সময়ে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামেন মুশির খান। তিনি মাঠে নামতেই স্লেজিং শুরু করেন বিরাট। অঙ্গভঙ্গি করে বলতে থাকেন, “এই ছেলেটা কে? এ তো শুধু জল বয়ে নিয়ে আসে।” উল্লেখ্য, ম্যাচের প্রথমদিকে পাঞ্জাব ব্যাটারদের জন্য মুশির জল নিয়ে এসেছিলেন। কিন্তু ইনিংসের শেষে তিনি ব্যাট করতে এসেই বিরাটের কটাক্ষের শিকার হলেন।

বিপক্ষের তরুণ ক্রিকেটারকে কটাক্ষ করছেন বিরাট, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তারপর থেকেই কিং কোহলির সমালোচনায় মুখর নেটদুনিয়া। প্রথমবার আইপিএল খেলতে নামা তরুণকে কেন ‘জল বয়ে আনার ছেলে’ বলে কটাক্ষ করেছেন কোহলি, প্রশ্ন উঠছে। এমন আচরণকে নির্লজ্জতা বলতেও দ্বিধা করেননি নেটিজেনরা। তবে পালটা দিয়েছেন বিরাটভক্তরা। চলতি মরশুমেই মুশিরকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেই প্রসঙ্গ তুলে বিরাটভক্তদের পালটা, মুশিরকে নিজের ভাইয়ের মত মনে করেন বলেই বিরাট তাঁকে কটাক্ষ করেছেন, তাঁর এমনটা করার অধিকার রয়েছে। প্রসঙ্গত, জাতীয় দলে কোহলির প্রাক্তন সতীর্থ সরফরাজ খানের ভাই এই মুশির। সেই উদাহরণ টেনেও বিরাটের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ।