অ্যান্টিগায় টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। হার্দিকের হাফ-সেঞ্চুরিতে ভর করে টিম ইন্ডিয়া ২০০ রানের দোরগোড়ায় পৌঁছে যায়। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ দেড়শো টপকাতে পারেনি।
গ্রুপ লিগের চারটি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। রোহিতরা সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে। এবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। গ্রুপ লিগে বাংলাদেশও তাদের ৩টি ম্যাচে জয় তুলে নেয়। তবে ১টি ম্যাচে হারের মুখ দেখতে হয় নাজমুল হোসেন শান্তদের। ডি-গ্রুপের দুই নম্বর দল হিসেবে সুপার এইটে ওঠে বাংলাদেশ। তবে তারা সুপার এইটের প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এবার ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত করে ফেলেন শাকিব আল হাসানরা। বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখে।