রাজকোটে তৃতীয় টেস্টে জাডেজার শতরানে ৪৪৫ রানে শেষ ভারতের ইনিংস

india test

দ্বিতীয় দিনে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ধ্রুব জুরেল। তাঁদের ব্যাটে ভর করেই ৪৪৫ রান তুলল ভারত। রাজকোটে বড় রান রোহিত শর্মাদের। এ বার ইংল্যান্ডকে দ্রুত শেষ করাই লক্ষ্য ভারতের।

প্রসঙ্গত, এদিন ভারতীয় দল ব্যাটিংয়ের সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ব্যাট করতে নামার আগেই ৫ রান পেয়ে যায় ইংল্যান্ড। কারণ রবিতন্দ্রন অশ্বিনের একটি ভুল। রান নেওয়ার জন্য দৌঁড়ানোর সময় পিচের ভুল জায়গা দিয়ে যাওয়ার কারণে ভারতকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়।