নিজস্ব সংবাদদাতা | গোপাল সিং | ত্রিপুরা
খোয়াই আশারামবাড়ী এলাকায় বুধবার রাতে নিহত তিন বাংলাদেশী চোরের মৃতদেহ আজ খোয়াই পহরমুড়া বাল্লারবের সীমান্ত দিয়ে বিজেবি’র হাতে তুলে দেবে বিএসএফ ও খোয়াই পুলিশ প্রশাসন। মৃতদেহ ময়নাতদন্ত শেষে আজ বিজেবি, বিএসএফ এবং খোয়াই পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মৃতদেহগুলি তুলে দেওয়া হচ্ছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করা গেছে। তাঁরা হলেন— (১) জুয়েল মিয়া (পিতা মৃত আশরাফ উল্লা, গ্রাম আলীনগর), (২) পণ্ডিত মিয়া (পিতা কনা মিয়া, গ্রাম বাসুল্লা), (৩) সজল মিয়া (পিতা কদ্দুস মিয়া, গ্রাম কবিলাশপুর, ইউনিয়ন গাজীপুর, বাংলাদেশ)।