গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের স্থায়ী অফিস তৈরি হবে আগরতলা বনমালীপুরে। অফিস তৈরির লক্ষ্যে ইতিমধ্যেই অফিসার্স সংঘ বনমালীপুরে জায়গা বায়না পত্র করে নিয়েছে। সংগঠনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই স্থায়ী অফিসঘর নির্মাণ এবং জায়গা কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সংগঠনের অফিস সম্পাদক সুমন্ত নন্দী। প্রেস বিবৃতিতে তিনি জানান গত ৫ এবং ৮ মে গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশ কার্যকরী কমিটির দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সেই বৈঠকে সংঘের বিভিন্ন কার্যকলাপ পরিচালনার জন্য স্থায়ী অফিস তৈরীর বিষয়টি আলোচনার সর্বোচ্চে উঠে আসে। গেজেটেড অফিসার্স সংঘ একটি সামাজিক সংস্থা এবং ত্রিপুরা সরকারের স্বীকৃত কর্মচারী সংগঠন। সেই কারণে সরকারি এবং বেসরকারি সংগঠনের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে একটি স্থায়ী কার্যালয়ের এবং ঠিকানার প্রয়োজন হয়। তাছাড়া স্থায়ী ঠিকানার অভাবে সংগঠনের বৃহত্তর স্বার্থে কাজের ক্ষেত্রেও নানা ধরনের বাধা-বিপত্তি আসছে। ২০১৯ সালে কোভিড পরিস্থিতিতে এই অফিসার্স সংঘ ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সংগঠনের ৪৩৩ জন সদস্য সদস্য কোভিড কালীন সময়ে নিজেদের আর্থিক অনুদানের মাধ্যমে ৯ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে বিতরণ করেছিল। এছাড়াও রক্তদান সহ সমাজের সমস্ত ক্ষেত্রে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে এই সংগঠন গুরুত্ব রেখে চলছে।
সংগঠনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ এবং ভারত বর্ষকে বিশ্বগুরু করার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের নাগরিক উন্নয়নে প্রশাসনিক কাজকে সুস্থ ভাবে পরিচালনা করা। এক্ষেত্রে সংগঠনের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলা অত্যন্ত আবশ্যক হয়ে উঠেছে। সার্বিক সিদ্ধান্তক্রমে সংগঠন বনমালীপুরে নিজেদের কার্যালয় নির্মাণের জন্য জায়গার বায়না পত্র করেছে এবং উদ্যোগ নিয়েছে। নির্ধারিত জায়গার ক্রয় খরচ সংগঠনের সদস্যদের স্বতপ্রণোদিত সমর্পণের মধ্য দিয়ে সংগৃহীত হবে বলে জানা গেছে।