রাজ্যের উনিশটি কলেজে সোমবার থেকে ওয়াইফাই সংযোগের সূচনা করা হয়েছে। আরো সাতটি কলেজে আগামী ডিসেম্বরের মধ্যে সংযোগ দেওয়া হবে, এদিন উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই ওয়াই ফাইয়ের সূচনা করেন।
এই উপলক্ষে তিনি ভাষণে বলেন ১৯টি কলেজের প্রায় ৫৭ হাজার স্টুডেন্ট এর সুযোগ নিতে পারবে। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৬ হাজার, যা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম। ছাত্র-ছাত্রীদের একটি আবেদন ছিল কলেজ জীবনের শেষ বর্ষে নয় প্রথম বর্ষ থেকেই যেন যুব যোগাযোগ-এর মাধ্যমে স্মার্টফোন দেওয়া হয়। তাহলে তিন বছর এই ওয়াইফাই এর সুযোগ নেওয়া যাবে।
তিনি ছাত্র ছাত্রীদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেন এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে প্রচেষ্টা চালাবেন বলে জানান।